(১)কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার এবং রাজস্ব প্রশাসনের আওতাভূক্ত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন সংক্রান্ত কার্যক্রম,(২) ভূমি রাজস্ব সম্পর্কিত যাবতীয় কার্যক্রম,(৩)খাসজমি বন্দোবস্ত সম্পর্কিত যাবতীয় কার্যক্রম, (৪)সায়রাত মহাল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, (৫)উচ্ছেদ মামলা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম, (৬)সীমানা বিরোধ সংক্রান্ত কার্যক্রম, (৭)অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, বন্দোবস্ত, নবায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম,(৮) সিভিলস্যুট, উইল/ প্রবেট/ প্রিসেপ্ট কেইস, পাওয়ার অব এটর্নি/বিনিময় পদ্ধতি, পোস্টাল স্ট্যাম্প/জিপি স্ট্যাম্প, (৯)রাজস্ব বিভাগের সকল আপিল মোকদ্দমা পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, (১০)আয়কর সংক্রান্ত কার্যক্রম।
ক্রম |
সেবার নাম |
সেবা প্রাপ্তির পক্রিয়া |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সময় |
০১. |
সরকারীদেওয়ানী মামলা(বাংলাদেশ সুপ্রীম কোট, হাইকোর্ট বিভাগ সহ জেলা জজশীপের আওতাধীন বিভিন্ন আদালতে দায়েরকৃত) |
সরাসরি এ বিষয়ে কোন নাগরিক সেবা দেয়া হয় না। তবে পরোক্ষভাবে সরকারী স্বার্থ রক্ষার্থে বিজ্ঞ জিপি/সলিসিটরের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে সহায়তা করা হয। |
বিজ্ঞ আদালত থেকে আরজি পাওয়ার পর আরজির দফাওয়ারী জবাব প্রেরণের জন্য আরজির কপি সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি)/আরডিসি/অন্যান্য সংস্থার নিকট প্রেরণ করা হয় এবং দফাওয়ারী জবাব প্রাপ্তির পর সরকার পক্ষের জবাব/আপত্তি প্রস্ত্ততক্রমে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়।এতে সময়ের কোন বাধ্যবাধকতা নেই। কারণ তা আদালতের বিবেচ্য বিষয়। |
০২। |
পি.ডি.আর এ্যাক্টের ৫১ ধারা মতে সার্টিফিকেট আপীল আবেদন। |
আবেদনকারীকেস্বয়ং অথবা নিযুক্তীয় কৌসুঁলির মাধ্যমে ৫/-টাকার কোর্ট ফি দ্বারা আপীল আবেদন করতে হবে । |
সাধারণ নিষ্পত্তির সময়কাল ০৩ মাস। |
০৩। |
এস.এ.এন্ড. টি এ্যাক্টের ১৪৩ ও ১৪৯ ধারামতে নামজারী আপীল ও রিভিশন আবেদন। |
ঐ |
সাধারণ নিষ্পত্তির সময়কালযথাক্রমে০৩ হতে ০৪ মাস। |
০৪ |
আমমোক্তারনামা |
প্রমাণিকরণের জন্য আম-মোক্তার কর্তৃকযে সকল কাগজপত্র দাখিল করতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ ১। আবেদনকারীকে ৫/-টাকার কোর্ট ফি সমেত দরখাস্থ করতে হবে।২। বাংলাদেশের বাইরে সম্পাদিত আম-মোক্তার বাংলাদেশে প্রাপ্তির ০৩(তিন) মাসের মধ্যে পেশ করতে হবে। ধারা-১৮এবং৩২(৩)(খ)।এবং বাংলাদেশ দূতাবাসের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যয়ণ থাকতে হবে।৩। ক্ষমতাপত্রের সত্যতা সম্পর্কে দরখাস্থকারী কর্তৃক উপযুক্ত আদালতে/নোটারি পাবলিকে হলফনামা সম্পাদন করে সম্পাদিত হলফনামা দাখিল করতে হবে।৪। চালান মারফত সংশ্লিষ্ট ১১০১-০০২০-১৩২১ কোডে ৩০/-টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের ০১(এক) কপি জমা দিতে হবে।৫। সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদেরনাগরিকত্ব সনদ পত্র দাখিল করতে হবে। ৬। ২০০/- টাকার বিশেষ আটাল স্ট্যাম্প আমমোক্তারনামায় সংযোজন করে দাখিল করতে হবে।৭। আবেদন প্রাপ্তির পর যে ক্ষেত্রে তদত্মের প্রয়োজন হয় সেক্ষেত্রে তদমেত্মর জন্য সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) এর নিকট প্রেরণ করা হয়। |
আবেদন প্রাপ্তির পর অথবা যে ক্ষেত্রে তদত্ম করা হয় সেক্ষেত্রে তদত্ম প্রতিবেদন প্রাপ্তির পর সরকারী কোন স্বার্থ না থাকলে ৩নং কলামের উল্লিখিত কাগজপত্র ,আঠালো স্ট্যাম্প, চালান ফি জমা সাপেক্ষে সর্বোচ্চ ০৩ কার্যদিবসের মধ্যে বিশেষ আঠালো স্ট্যাম্প সংযোজনক্রমে আমমোক্তারনামা প্রমাণিকরণপূর্বক আবেদনটি নিষ্পত্তি করা হয়। |
০৫ |
বিনিময় মামলা |
ভারত থেকে আগত বিনিময় সূত্রে মালিকানা দলিল নিয়মিত করণের বিষয়ে আবেদন নিষ্পত্তির জন্যএকটি কমিটি রয়েছে। |
উপজেলা কমিটি কর্তৃক চুড়াত্ম প্রতিবেদন পাওয়ার পর জেলা কমিটির পরবর্তী সভার অনুমোদন সাপেক্ষে বিধি মোতাবেক বিনিময় সম্পত্তি নিয়মিতকরণেরকার্যক্রম গ্রহণ করা হয়। |
|
নির্ধারিত ফি ব্যতীতঅন্য কোন অর্থ দাবী করা হলে বা নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রাপ্ত না হলে নিম্নলিখিত কর্মকর্তাগণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। ১। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), চুয়াডাঙ্গা। ফোনঃ ০৭৬১-৬৩০০০ ২। জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। ফোনঃ ০৭৬১-৬৩১১১ |
সিটিজেন চার্টার একটি নতুন ব্যবস্থা। এই ব্যবস্থার সংযোজন, সংশোধন, পরিবর্ধন,পরিবর্তন ও পরিমাজর্নের জন্য জনসাধারণের পরামর্শ ও মতামত সাদরে গৃহীত হবে।
0
0
Email: saife.1209009@gmail.com
Mobile No. : 01779575870 (official)
Phone (Office) : 01779575870
Postal Address: Revenue Branch, Deputy Commissioner's Office, Chuadanga-7200
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS