Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Nezarat Branch
Citizen Service

নেজারত শাখা

 

যে সব সেবা দেয়া হয়ে থাকে

সেবাদানের মানদন্ড(স্ট্যার্ন্ডাড)

সাহায্যের প্রয়োজন যার সাথে যোগযোগ করবেন।

কাপড়, দুগ্ধজাত দ্রব্য, সুতা, সিমেন্ট, লৌহ ও ইস্পাতজাত দ্রব্য, স্বর্ণকার, জুয়েলারী ইত্যাদিও ডিলিং লাইসেন্স ইস্যু ও নবায়ন

শাখায় প্রাপ্ত নির্ধারিত ফরমে ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদপত্র, আর্থিক সচ্ছলতার সনদপত্র, দোকান গৃহের মালিকানা সংক্রান্ত পরচা/ভাড়ানামা, লাইসেন্স ফি জমার চালান সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির চার (০৪) কার্যদিবসের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়। অনুকূল প্রতিবেদন প্রাপ্তির সাত(০৭) কার্যদিবসের মধ্যে অত্র কার্যালয় হতে নিষ্পত্তি করা হয়। নবায়নের ক্ষেত্রে শাখায় প্রাপ্তির চার(০৪) কার্যদিবসের মধ্যে লাইসেন্স নবায়ন করা হয়।

নির্ধারিত ফি ব্যতীত  অন্য কোন অর্থ দাবী করা হলে বা নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রাপ্ত না হলে নিম্নলিখিত কর্মকর্তাগণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

১.জেলা নাজির,চুয়াডাঙ্গা

ফোন  ০৭৬১-৬২২৩১

 

২. নেজারত ডেপুটি কালেক্টর

ফোন : ০৭৬১-৬২৭১৯

 

৩. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চুয়াডাঙ্গা

ফোন : ০৭৬১-৬৩২২১

 

৪. জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা

ফোন : ০৭৬১-৬৩১১১

 

দ্রব্যের নাম

নতুন লাইসেন্স

নবায়ন

 

কাপড়

পাইকারী : ১০০০/-

খুরচা      : ২০০/-

পাইকারী : ৫০০/-

খুরচা      : ১০০/-

সুতা

পাইকারী : ৪০০/-

খুরচা      : ১০০/-

পাইকারী : ২০০/-

খুরচা      : ৫০/-

সিগারেট

পাইকারী : ১০০০/-

পাইকারী : ৫০০/-

সিমেন্ট

৫০০/-

২৫০/-

লৌহ ও ইস্পাত

১০০০/-

৫০০/-

জুয়েলারী

১০০০/-

৫০০/-

স্বর্ণকার

১০০/-

৫০/-

দুগ্ধজাত দ্রব্য

৫০/-

২৫/-

পেট্রেলিয়ামজাত দ্রব্যাদির ব্যবসা পরিচালনার অনাপত্তিপত্র ইস্যু

শাখায় প্রাপ্ত নির্ধারিত ফরমে ট্রেড লাইসেন্স,নাগরিকত্ব সনদপত্র, আর্থিক সচ্ছলতার সনদপত্র,দোকান গৃহের মালিকানা সংক্রান্ত পরচা/ভাড়াটে চুক্তিমানা, দোকান ঘরের নীল নক্সা, প্রস্তাবিত পেট্রোল পাম্পের জমির স্কেচম্যাপ সহ জেলা প্রশাসক বরাবরে আবেদন  করতে হবে। আবেদন প্রাপ্তির চার (০৪) কার্যদিবসের মধ্যে তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়। অনুকূলে তদন্ত    প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সাত (০৭) কার্যদিবসের মধ্যে  অত্র কার্যালয় হতে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

 

 

 

 

সিটিজেন চার্টার একটি নতুন ব্যবস্থা। এই ব্যবস্তার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিবর্তন ও পরিমার্জনের জন্য জনসাধারণের পরামর্শ ও মতামত সাদরে গৃহীত হবে।


Current Project

0


Duties

·কনটিনজেন্সী ও কন্ট্রাক্ট সম্পর্কিত

·আসবাবপত্র সরবরাহ

·যানবাহন সম্পর্কিত

·সার্কিট হাউস ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ

·প্রোটোকল দায়িত্ব পালন

·৪র্থ শ্রেণীর নিমিয়াল কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি, পেনশন, চাকুরিচ্যুতি, শৃঙ্খলা ইত্যাদি কাজ

·সমনজারীও অন্যান্য কাজ


Contact
Email:ndcchuadanga@gmail.com
Mobile No. : 01779575870 (Personal)
Phone (Office) : 01708495960 (official)
Postal Address: Nezarat Branch, District Commissioner's Office, Chuadanga-7200

Others

0


Image
www.chuadanga.gov.bd/dcoffice_section/f5589fb4_1c4f_11e7_8f57_286ed488c766/nezarat.JPG