Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
শপথ গ্রহণ
Details
     

 

 

 

 

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ :

 

 

সংক্ষিপ্ত বিবরণ: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন দর্শনা কলেজ প্রঙ্গণে তৎকালীন অধ্যক্ষ ও দুই জন প্রভাষক-কে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। বর্তমান দর্শনা সরকারী কলেজের অভ্যন্তরের সেই প্রাঙ্গনটি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে।

 

 

যেভাবে যেতে হবে: চুয়াডাঙ্গা শহর থেকে বাস অথবা ট্রেন যোগে দর্শনায় যেতে হবে। দর্শনা শহরেই অবস্থিত দর্শনা সরকারি কলেজ।

নাটুদহ আটকবর

 

 

 

 

সংক্ষিপ্ত বিবরণ:নতিপোতা ইউনিয়নের নাটুদহ গ্রামে ১৯৭১ সালের ৫ই আগস্ট পাক সেনাদের সাথে সন্মুখযুদ্ধে শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধার কবর বিদ্যমান যা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আটকবর নামে ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে। শহীদ আটজন বীর মুক্তিযোদ্ধা হলেন - আলাউল ইসলাম খোকন, হাসান জামান, আবুল কাশেম, রওশন আলম, রবিউল ইসলাম, আফাজ উদ্দিন, খালেক সাইফুদ্দিন তারেক ও কিয়ামুদ্দিন।

যেভাবে যেতে হবে: চুয়ডাঙ্গা শহর থেকে দামুড়হুদা উপজেলা। দামুড়হুদা উপজেলা শহর থেকে বাসযোগে নাটুদহ আটকবর যেতে হবে।