Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Treasury Branch
Citizen Service

ট্রেজারী শাখা

 

যে সব সেবা দেয়া হয়ে থাকে

সেবাদানের মানদন্ড(স্ট্যার্ন্ডাড)

সাহায্যের প্রয়োজন যার সাথে যোগযোগ করবেন।

ভেন্ডারশীপ লাইসেন্স প্রদান

চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাদের অনুূলে সরকারি বিধি মোতাবেক ভেন্ডারশীপ লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। চাহিদা মোতাবেক কাগজপত্রসহ কার্টিজ পেপার অথবা সাদা কাগজে ৫/- টাকা মূল্য মানের কোর্ট ফি সম্বলিত আবেদন পূর্বক প্রয়োজনীয় তন্তদ সাপেক্ষে ভেন্ডার লাইসেন্স প্রদান করা হয়ে থাকে

নির্ধারিত ফি ব্যতিত অন্য কোন অর্থ দাবী করা হলে বা নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রাপ্ত না হলে নিম্নলিখিত কর্মকর্তাগণকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

 

১. ট্রেজারী অফিসার, চুয়াডাঙ্গা।

 

২. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ,চুয়াডাঙ্গা।

ফোন- ০৭৬১-৬৩২১১

 

৩. জেলা প্রশাসক,চুয়াডাঙ্গা।

ফোন- ০৭৬১-৬৩১১১।

জুডিশিয়াল নন-জুডিশিয়াল এবং পে-ইন পেপার সরবরাহ

লাইসেন্স প্রাপ্ত ভেন্ডারগণকে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের নির্দিষ্ট খাতে অর্থ জমা দান সাপেক্ষে জুডিশিয়াল নন-জুডিশিয়াল এবং পে-ইন পেপার সরবরাহ করা হয়ে থাকে। উক্ত ষ্ট্যাম্পসমূহ জনগণের জমি রেজিষ্ট্রিকরণ, বিচারপ্রার্থীদের মোকদ্দমা পরিচালনা সংক্রান্ত কাজে প্রয়োজন হয়। সপ্তাহের প্রতি রবিবার ও মঙ্গলবার ভেন্ডার অথবা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের চালান পাশ করা হয় এবং সোমবার ও বুধবার ডবল লক হতে মালামাল বের করে বন্টন করা হয়।

আঠাল, বিশেষ আঠাল ও ইমপ্রেসড কোর্ট ফি সররাহ

সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান  হতে জনগণকে ঋণ প্রদান ও তাদেঁর নিকট হতে ঋণ আদায়ের জন্য সরকার নির্ধারিত মূল্যে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের নির্দিষ্ট খাতে অর্থ জমা দান সাপেক্ষে প্রয়োজনীয় আঠাল, বিশেষ আঠাল ও ইমপ্রেসড কোর্ট ফি সরবরাহ করা হয়ে থাকে। সপ্তাহের প্রতি রবিবার ও মঙ্গলবার ভেন্ডার অথবা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের চালনা পাশ করা হয় এবং সোমবার ও বুধবার ডবল লক হতে মালামাল বের করে বন্টন করা হয়।

রেভিনিউ ষ্ট্যাম্প, সার্ভিস পোস্টজ, ষ্ট্যাম্প ও সার্ভিস টিকিট সরবরাহ

পোষ্ট মাস্টার,সরকারি অফিস কর্তৃক চালানের মাধ্যমে অর্থ জমাপূর্বক রেভিনিউ ষ্ট্যাম্প,সার্ভিস পোষ্টেজ, ষ্ট্যাম্প ও সার্ভিস টিকিট সরবরাহ করা হয়ে থাকে। সপ্তাহের প্রতি রবিবার ও মঙ্গলবার ভেন্ডার অথবা সরকারি/সেরকারি প্রতিষ্ঠানের চালান পাশ করা হয় এবং সোমবার ও বুধবার ডবল লক হ তে মালামাল বের করে বন্টন করা হয়।

পরীক্ষার গোপনীয় কাগজপত্র ট্রেজারি ডবল লকে সংরক্ষণ ও সরবরাহ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা, এস.এস.সি , এইচ.এস.সি, ডিগ্রি(পাশ),সম্মান, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড এবং অন্যান্য সকল পরীক্ষার গোপনীয় কাগজপত্র ট্রেজারী ডবল লকে সংরক্ষণ এবং নির্দিষ্ট সময় সরবরাহ করা হয়ে থাকে।

মুল্যবান সামগ্রী সংরক্ষণ

আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত অবৈধভাবে আমদানী/রফতানীকৃত পণ্য বিধি

 

 

 

 


Current Project

0


Duties

0


Contact
Email:ndcchuadanga@gmail.com
Mobile No. : 01779575870 (Personal)
Phone (Office) : 01708495960 (official)
Postal Address: Treasury Branch, District Commissioner's Office, Chuadanga-7200

Others

0


Image
www.chuadanga.gov.bd/dcoffice_section/f558ae0e_1c4f_11e7_8f57_286ed488c766/treasary.JPG