চুয়াডাঙ্গা জেলায় তেমন কোন প্রাকৃতিক সম্পদ নেই।
তবে...
গঙ্গা নদীর নতুন ও পুরানা পলিতে গড়া চুয়াডাঙ্গা জেলার মাটি প্রধানত চুনযুক্ত এবং খাকি বা হালকা বাদামী থেকে গাড় ধূসর বাদামী বর্নের দোঁআশ থেকে এটেঁল । গঙ্গার গৈরিকবর্ন পলিমাটি অল্প বালি মিলে যে ঈষৎ পাটল বর্ন হয়, তাই এ অঞ্চলের মাটির সাধারন রঙ ।
মৃত্তিকাসম্পদ ও উন্নয়ন ইন্সটিটিউট(পূর্বতন মৃত্তিকা জরিপ বিভাগ)- এর ১৯৭০ সালের প্রাথমিক মৃত্তিকা জরিপে চুয়াডাঙ্গা জেলায় সিরিজ পর্যায়ে ১১ রকমের মাটি পাওয়া গেছে । এ অঞ্চলের মৃত্তিকার নমুনা পরীক্ষা করে পটাস ও ফসফেট মেশানো কাদা, নুড়ি, কাঁকর এবং পাতলা ও মোটা পলি মেশানো দোঁআশ মাটি এবং অল্প কিছু অঞ্চলে এটেঁল মাটির প্রলেপ পাওয়া গেছে ।
উৎপত্তিধারা ও গুনগত সাদৃশ্য বিচার করে এসব মাটিকে চুনযুক্ত গাঢ় ধূসর চুনবীহিন গাঢ় ধূসর , চুনযুক্ত বাদামী ও চুনযুক্ত পলিমাটি অনুযায়ী শ্রেণীবিভাগ করা যায় । এ জেলার উচুঁ জমিতে সারা গোপালপুর ও ঈশ্বরদী নামক মোট তিনটি মৃত্তিকা দল শনাক্ত করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস