Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের প্রোফাইল।

মোহাম্মদ জহিরুল ইসলাম

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা


মোহাম্মদ জহিরুল ইসলাম ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গায় দায়িত্ব গ্রহণ করেন। এ কার্যালয়ে যোগদানের পূর্বে তিনি উপসচিব হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

মোহাম্মদ জহিরুল ইসলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের আফজলকান্দি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় ০২ জুলাই, ২০০৫ তারিখে যোগদান করেন। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বাগেরহাট, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও ফরিদপুর জেলায় কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলায় এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা ও ফরিদপুর সদর উপজেলায় দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প মাঠ পর্যায়ে প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা লাভ করেন। এছাড়াও তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সহকারী সচিব এবং স্থানীয় সরকার বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ জহিরুল ইসলাম কুমিল্লা জেলার জাহাপুর কমলাকান্ত একাডেমি থেকে ১৯৯৩ সালে এসএসসি ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ২০০২ সালে স্নাতক এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার থেকে Project Management বিষয়ে ২০১৩ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের Erasmus University হতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাসটেইনেবল লোকাল ইকোনোমিক ডেভেলপমেন্ট সম্পন্ন করেন। এছাড়াও তিনি সুইডেন, দক্ষিণ কোরিয়া, চীন, ভারতসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।